মোঃ সরোয়ার হোসেন
পশ্চিম কাশে লালিমা দেখা আজ,
এই এগিয়ে গেল ধর সাঁকো বুকেঝ।
তিমিরের আগমনে প্রভার অবকাশ,
সন্ধ্যাতারা দেখা গেল দূরের আকাশ।
চারদিকে অন্ধকার নেই সাড়া,
নিস্তব্ধ নিঝুম হয়ে গেল আজ এপাড়া।
চারদিকে অন্ধকার শুধু ঝিঁঝিঁ পোকার ডাক,
বনের ধারে শস্য শ্যাওয়ালের হাঁক।
কেন ভাল গান এই অন্ধকার তাকি জানি?
জানি না ঠিক ভালো তাই
অন্ধকারে মনের বাসনা খুঁজে পাই।
তিমিরের ছন্দেজেলের গাছে ঘো
জোনাকির মেলা,
প্রকৃতির কাছে এখন আপন মনে খেলা।
তালের গাছে পাখা ঘাঁপটি কেনে সাঙ্গী
হারা পাখি,
শর্বরে আজ কোন ব্যক্তিবিনি তার অশ্রু ভরা
আঁখি।
কনকনে বাতাস বইছে এক্ষণে পাশে নেই
আলো,
জানি কি কারনে এর আধার রাতের রাত
মোর ভালো
মনের আধার নিশিতে,
মনকে যায় অন্ধকরের বিষ।
জলের ধরে আঁধার রাত কেঁপে এমনটি,
ডরে ভয়ে জড়সড় হতে কিছুক্ষণ।
নিশীত অন্ধকারে হাঁটছি একা পথ
অন্ধ,
পথের ধরে খুঁজে পাই প্রিয় বকুলের গন্ধ।
বকুলের গন্ধে শর্বরে করি হারানো,
হাসনাহেনা জাগিয়ে তোলে মনের বাসনা।
এ নিশিতে পথ ভয় পাক একা হাঁটছি তবু,
এ নিশীথ অন্ধকারে মনের বাসনা আসে কভু।
চারি দিকে আধার তাই গনে চেয়ে,
করি কিসের আশা নয়তো আমি চাতক পাখি।
আধারে ভালো লাগা আমার মনের গান,
এ আঁধারে খুঁজে পাই হারানো মোর শক্তি।
আধারে কি শুধুই ভাবো?
মনের যাতনায় আমি কান্না করে,
সে কথা মিথ্যে..!
এ নিশিতে আমি মনের ছন্দ ধরণীতে ফল
বৈশিষ্ট্য
অদ্ভুত বৈশিষ্ট্য মনের কাব্য জানি কার আঁকা,
কালো এখনো ভালো রাজনীতি মোর রাতের
অন্ধকার।
—সমাপ্ত —
মোঃ সরোয়ার হোসেন
মৌলভীপাড়া, সদর, সিরাজগঞ্জ।
Leave a Reply