আজি নিরলো গহীনো সবুজ বনে,
নাচিলো এ মন কাহার গানে!
আজি সুমধুর স্বরে, উদাসী করিলো কে মোরে!
ডাকিলো কে আজ গহীনো ফুলো বনে।
আজি চন্দ্রমাখা এ রজনী তীরে
হারালো কেন এ মন গন্ধমাখা তটিনী তটে,
আজি কোকিল ডাকিছে কেন ঐ বটে বটে!
ওহে কোকিল!
কেনো তোমার গলে উদাসী এ সুর!
মহুয়া মালতী বনে , কৃষ্ণচূড়ার ডালে ডালে
নিজেরে করিছো কেনো বিলীন!
আমি যাযাবর বুঝিনা রীতি
কেন বারবার ঐ বনে ফুটে ফুল!
কেন কোকিল কুহুকুহু স্বরে ভরায় এ মনের কুল!
আমি রয়াছি নিরলে দেখি যে নয়ন ভরে
ফুটিয়াছে হাজারো ফুল, গন্ধে যে মুহুমুহু এ বন
কোকিলও শোনালো তাহার মধুমাখা স্বর!
বলি ও কোকিল!
কোথায় পেলি আজির এ মধুমাখা গান!
আজি সাজিয়াছে কেন এ বন যেন নববধূ
কাহার তরে উদাসী তাহার মন,
বুঝেছি গো আমি বুঝেছি, এসেছে বুঝি ফাগুনের ক্ষণ।
Leave a Reply