মাহাবুর হাসান মিলন – বিডি ক্লিক ::
অভিভাবক ছাড়া একাকী ভ্রমণকারী অপ্রাপ্তবয়স্কদের জন্য দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কনকোর্স ‘বি’ হলে নতুন একটি লাউঞ্জ চালু হয়েছে। দিনরাত ২৪ঘন্টা এই লাউঞ্জটিতে স্ন্যাকস্, পানীয়, ভিডিও গেম, ফ্রি ওয়াই-ফাই, শিশু-কিশোরদের উপযোগী বিশেষ টয়লেট ও বসার ব্যবস্থা রয়েছে।
এই সুবিধা লাভের জন্য অভিভাবকদের আগেভাগেই এমিরেটসের ‘আনএকম্প্যানিড মাইনর সেবা’ বুক করতে হবে। দুবাই থেকে ভ্রমনকারীদের বিমানবন্দরের এয়ারলাইন এয়ারপোর্ট সেবা টিমের একজন অভ্যর্থনা জানাবেন এবং ইমিগ্রেশন ও নিরাপত্তা চেক সম্পন্ন করতে সহায়তা করবেন। অত:পর তাদেরকে লাউঞ্জে নিয়ে যাবেন এবং সময়মতো ফ্লাইটের বোর্ডিং গেট পর্যন্ত এগিয়ে দিবেন। ভায়া দুবাই ভ্রমণকারী শিশু-কিশোররাও ট্রানজিটকালে এই সুবিধা পাবে।
এমিরেটস তাদের ফ্লাইটে এই সকল ক্ষুদে যাত্রীদের জন্য তাদের পছন্দনীয় খাবার, খেলার সামগ্রী, তাদের উপযোগী হেড-সেট প্রদান করে থাকে। এমিরেটস ইনফ্লাইট বিনোদন প্রোগ্রামে শিশু-কিশোরদের জন্য রয়েছে ১৩০টির অধিক চ্যানেল এবং ৫০টির বেশী ডিজনি মুভি। বর্তমানে এমিরেটস ক্ষুদে যাত্রীদের বিশেষ ব্যাগ এবং খেলনা উপহার হিসেবে প্রদান করছে।
৫-১১ বছর বয়সী যাত্রীদের জন্য এই সেবা ভ্রমণের পূর্বেই বুক করতে হবে। ১২-১৫ বছর বয়সী কিশোরদের জন্য এই সেবা বুক করা যাবে।
Leave a Reply