রবিবার নিউজিল্যান্ডে ভারত-পাকিস্তান ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মারুফের ছয় মাস বয়সী মেয়ে ফাতিমাকে ঘিরে আনন্দে মেতে ওঠেন দুই দেশের ক্রিকেটাররা। ছোট্ট শিশুটি ভুলিয়ে দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বিতার কথা, এক অনন্য ভালোবাসায় আবদ্ধ করেছে সবাইকে
২০২২ নারী বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মোকাবিলা করেছে ভারত। রবিবার (৬ মার্চ) নিউজিল্যান্ডের মাউন্ট মাউঙ্গানুইয়ে অনুষ্ঠিত ম্যাচে ভারতের মেয়েরা ১০৭ রানের জয় তুলে নিয়েছে।
তবে ম্যাচের ফলাফলকে ছাপিয়ে দুই দেশের ক্রিকেটারদের এক অভূতপূর্ব ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে ফাতিমা নামের একটি ছোট্ট শিশু। ছয় মাস বয়সী ফাতিমার মা বিসমাহ মারুফ পাকিস্তান নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক-অধিনায়ক।
ম্যাচের পর দুই দলের খেলোয়াড়রা যখন কুশল বিনিময় করছিলেন তখন বিসমাহকে ঘিরে সৃষ্টি হয় ভারতীয় ক্রিকেটারদের ছোটখাট এক জটলা। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কোলে থাকা ছোট্ট ফাতিমা।
টুর্নামেন্টে খেলতে ফাতিমাকে নিয়েই নিউজিল্যান্ডে গেছেন বিসমাহ।
এর আগে বিসমাহ গণমাধ্যমকে বলেন, “একটা বাচ্চার সবচেয়ে বড় প্রয়োজন তার মা। আমার ক্যারিয়ার সামনে এগিয়ে নিতে চাইলে প্রশ্ন উঠতে পারে, বাচ্চাটা কোথায় যাবে? আমি যখন মাঠে থাকব ওর খেয়াল কে রাখবে? একজন আয়া নিয়োগ করা বেশ ব্যয়বহুল। নারী ক্রিকেটার হিসেবে আমাদের আয় বিলাসী জীবনযাপনের জন্য যথেষ্ট নয়।”
তবে ছোট্ট ফাতিমা যে তার মায়ের দলের বাড়তি অনুপ্রেরণা তা বোঝা যায় তার মায়ের কথায়। বিসমাহ বলেন, “দলের ভেতরে একটা বাচ্চার উপস্থিতি একটা অন্যরকম উদ্যম এনে দেয়। সবাই বেশ ফুরফুরে থাকে। আপনি যখন কোনো বিষয়ে কঠোর মনোনিবেশ করবেন তখন মানসিক অবসাদ ঘিরে ধরে। কিন্তু যখন একটা বাচ্চা আপনার চারপাশে থাকে, অযথা চিন্তাগুলো উধাও হয়ে যায়।”
সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনার ভিডিও ব্যাপক সমাদৃত হয়েছে। সবাই প্রশংসা আর ভালোবাসায় ভাসিয়েছেন ফাতিমাসহ দুই দলের ক্রিকেটারদের।
কারও কারও ভাষায়, “খেলাধুলার কোনো সীমারেখা নেই। ভারতীয় নারী ক্রিকেটাররা পাকিস্তান দলের অধিনায়ক আর তার বাচ্চার সঙ্গে খুনসুঁটি করছেন। এই ভিডিও আপনার দিনটাকে সুন্দর করে দিতে যথেষ্ট।”
এই ঘটনার ছবি পোস্ট করে ফাতিমা, বিসমাহ আর তাদের শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
Leave a Reply