পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এ দিন বাঙালি জাতিসত্তার মানুষ অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর। ফলে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। সেই উৎসবে একাত্ম হন রূপালি ভুবনের তারকারাও।
চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের কাছে তার বৈশাখ ভাবনা সর্ম্পকে জানতে চাইলে তিনি রাইজিংবিডি বলেন, ‘এবার পহেলা বৈশাখ পরিবারের সঙ্গে সেলিব্রেট করবো। বাসাতেই আছি। বন্ধু-বান্ধব বাসায় আসবে। তাদের সঙ্গে সময়টা কাটাবো। এবারের পুরো আয়োজন করছে সনি (মিমের স্বামী)। এবার যেহেতু বাসাতেই থাকবো সেহেতু যে ড্রেসে কমঢোর্ট ফিল করবো সেটাই পরবো। সকালে শাড়ি, বিকালে কামিজ বা কুর্তি।’
বৈশাখী মেলার স্মৃতিচারণ করে এই নায়িকা বলেন, ‘একদম ছোটবেলায় ফ্রক পরতাম। আমি স্কুলে পড়া অবস্থায়ও ফ্রক পরেছি। এখন বৈশাখে শাড়ি পরি। মনে পড়ে সেভেন-এইটের পর থেকে বৈশাখী মেলায় আর তেমন যাওয়া হতো না। তবে কুমিল্লাতে ঘুরে বেড়ানোর কিছু জায়গা ছিলো, সেসব জায়গায় বন্ধুদের সঙ্গে বেড়াতে যেতাম। চড়কিতে উঠতাম। খাওয়া-দাওয়া হতো।’
‘ছোটবেলার আনন্দ যেমন মিস করি তেমন এখনকার আনন্দও এনজয় করি। করোনার আগে যেটা হতো আমাদের মিডিয়াতে অনেকের একসঙ্গে গেট টুগেদার হতো। করোনার পর থেকে এটা বন্ধ হয়ে গেছে। ওই গেট টুগেদারগুলো এনজয় করতাম।’ বলেন মিম।
Leave a Reply