যুদ্ধ
যুদ্ধ হলো রক্ত রক্ত খেলা,
অবেলায় ওঠে ঝড়
মানবতা পুড়ে ছাই
ভুক্তভোগী পরনির্ভর।
যুদ্ধে বাড়ে ভয় শঙ্কা
হিংসার অগ্নি দ্বেষ
শান্তির বাণী হাওয়ায় কাঁদে
স্বস্তি নিরুদ্দেশ।
যুদ্ধ হলে লাঞ্চনা বাড়ে
নারী ও শিশুর
যুদ্ধের বিপক্ষে তাই
আঙুল ওঠে আমার ও যীশুর।
যুদ্ধ ঝরায় আমজনতার
নির্বিবাদী রক্ত
নষ্ট করে মানুষেরে
ভালোবাসিবার যতো অক্ত।
ইউসুফ মুহম্মদ
Leave a Reply