ছেলেটার নাম নাসির।সেদিন স্কুলে যাওয়ার সময় দেখলো, তার বন্ধু সজীব একটা নতুন মোবাইল কিনেছে। নাসিরের মন খারাপ হয়ে যায়। চিন্তা করে, একটা সানগ্লাস কিনতে পারে না আবার মোবাইল! মোবাইলের কথা বাবা কে দুই বছর ধরে বলে আশায় আছে কিন্তু, কপালে জুটলো না!
ফুফাতো ভাই জাহিদের কাছ থেকে দু’হাজার টাকা ধার নেয় সে। ফোন কিনতে জাহিদকে নিয়ে নিউমার্কেট যায়, শুনেছে সেখানে নাকি সস্তায় মোবাইল পাওয়া যায়!
হাঁসিমাখা মুখে নাসির একটা মোবাইল কিনে বাসায় আসার জন্য বাসে উঠে জানালার পাশে বসে। হাতে ছিল তার বহু শখের কেনা মোবাইলটি!
মার্কেট থেকে টাইগারপাসের দিকে চলতে থাকে বাস ঠিক, বটতলী স্টেশন এর কাছাকাছি আসার পরই কেউ একজন জানালা দিয়ে তার মোবাইলটি টান মেরে নিয়ে নিমিষেই অজানা হয়ে যায়। নাসির হতভম্ব হয়ে জানালা দিয়ে তাকিয়ে কাউকেই দেখতে পায় না! মুহূর্তের মধ্যে নাসিরের হাঁসিমাখা মুখ গাড়ো অন্ধকার হয়ে আসে। চোখে পানি টলমল করতে শুরু করেছে। কলিজাতে বিকট শব্দ হচ্ছে! আমাদের সমাজের এমনি হাজারো নাসিরের স্বপ্ন ও সুখগুলো কেউ এসে কেঁড়ে নিয়ে যায়। তারা বুঝতে পারে না যে, নাসিরদের এই হাঁসির পেছনে কতটা দুঃখ লুকানো থাকে।
Leave a Reply